Perfect Tenses...
We use Have verb for perfect tense (Past, Present, and Future), এক্ষেত্রে Have verb- এর পরে মূল verb এর Past Participle (v-3) রুপ ব্যবহার করতে হয়।
Tense: Have
1. Present Form Have, Has
2. Past form Had
3. Future form will have
Present Perfect:
we use the present perfect/when the action is finished/but has a connection with now.
Example:
I have done the work = আমি কাজটি করেছি।
Past perfect:
We use past perfect tense for two actions/that took place in the past. Where one action occurred/before the other.
Example:
I had done the work before you come = তুমি আসার পূর্বেই আমি কাজটি করেছিলাম্
Future perfect:
We use the future perfect to say/ that something will already be completed/before a certain time/ in the future.
I will done the work = আমি কাজটি শেষ করে থাকব।
বাংলার ক্রিয়া রুপ:
Present perfect: করেছি, পড়েছি, শুনেছি, দেখেছি, খেয়েছি, জেনেছি।
Past perfect: করেছিলাম,পড়েছিলাম, শুনেছিলাম, দেখেছিলাম, খেয়েছিলাম, জেনেছিলাম।
past perfect এবং Past indefinite দুটি tense এর বাংলা ক্রিয়ারুপ একই but past parfect tense- এ দুটি অতীত কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয় সেটিই past perfect tense.
Future Perfect: করে থাকব, পড়ে থাকব, শুনে থাকব, দেখে থাকব, খেয়ে থাকব, জেনে থাকব।
Step- 1: Affirmative Sentence (হ্যাঁ বোধক) বাক্য তৈরি।
Starter Aux. verb (Have) v.3 obj
I have/has done the work
we had played cricket
you watched TV
he will have driven a car
she bought a pen
they sold a bag
it sung a song
rana joined he party
Example:
I have played cricket = আমি ক্রিকেট খেলেছি।
I had played cricket = আমি ক্রিকেট খেলেছিলাম।
He has watched TV = সে টেলিভিশন দেখেছে।
He had watched TV = সে টেলিভিশন দেখেছিল।
He will have watched TV = সে টেলিভিশন দেখে থাকবে।
You have driven a car = তুমি গাড়ি চালিয়েছ।
You had driven a car = তুমি গাড়ি চালিয়েছিলে।
You will have driven a car = তুমি গাড়ি চালিয়ে থাকবে।
Step- 2: এর মাধ্যমে Negetive sentence তৈরি করা যাবে।
Have contraction form
Have not Haven't
Has not Hasn't
Had not Hadn't
will not have Won't have
Aux. verb - এর সঙ্গে লাগিয়ে। Negetive sentence তৈরি করা যাবে।
Example:
I haven't gone to the office.
Mother hasn't cooked rice.
Father hadn't bought a car.
The teacher hasn't taught English.
He won't have done the work.
Rasa won't have played chess.
Riya hasn't tried.
Step- 3: Perfect tense গুলো spoken English - এর ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হয়। তবে Present perfect tense - এর ব্যবহার বেশী পরিলক্ষিত হয়।
* তাই আমরা Intterogative sentense তৈরি করব শুধুমাত্র present tense Have/has + Starter + v.3 + obj
Example:
Have you done the work? = তুমি কি কাজটি করেছ?
Have you played football? = তুমি কি ফুটবল খেলেছ?
Has he finished the work? = সে কি কাজটি শেষ করেছে?
Has mother cooked rice? = মা কি রান্না করেছে?
Have they performed prayer? = তারা কি নামাজ পড়েছে?
Have you sung a song? = তুমি কি গান করেছ?